Wellcome to National Portal
Main Comtent Skiped

সিটিজেন চার্টার
১। সরকারী মূল্যে জনসাধারনের নিকট ফলদ বনজ ও ঔষুধি চারা বিক্রয় ও বিতরন।

২। শিক্ষা প্রতিষ্ঠান বনায়ন।

৩। পানি উন্নয়ন বোর্ডের বাঁধ বনায়ন, সড়ক ও জনপদের রোড বনায়ন, এলজিডির সংযোগ     সড়ক বনায়ন ও ইউনিয়ন পরিষদ রোড ও খালের উভয় পাশ্ব বনায়ন।

৪। ২০১০-২০১১ পযন্ত বনায়নের পরিমান :

    ক) বাঁধ বনায়ন = ১৬৫.০ সিডলিং কি:মি (১০০০ টি চারা রোপন = ১.০ সিডলিং

কি:মি: দরা হয় )

    খ) সড়ক ও জনপদের রোড বনায়ন = ৪৬.০ সিডলিং কি:মি: ।

    গ) এল.জি.ডি সংযোগ সড়ক একই লাইনে ইউনিয়ন পরিষদের সড়ক ও খাল বনায়ন

৩৫১.০ সিডলিং কি:মি:

৫। ২০১১-২০১২ সনে জলাবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় উপকূলীয়

এলাকায় বনায়ন প্রকল্পে ৪০.০ সিডলিং কি:মি: স্টিপ বাগান করার পরিকল্পনা রয়েছে।

৬ উপকার ভোগীর সংখ্যা = ৬০৩১ জন।

    ক) বাঁধ-বাগান = ২০০৭ জন

    খ) সড়ক ও জনপদের স্টিপ বাগান = ৭৯৫ জন।

    গ) এল.জি.ডি সংযোগ,ইউনিয়ন পরিষদের সংযোগ সড়ক, ও খাল = ৩২২৯ জন।

৭। উপকার ভোগীর লভ্যাংশ :

    ক) স্ট্রিপ বাগানে গাছের ডাল পালা কাটা হলে উপকার ভোগীরা ভোগ করবে।

    খ) বাগানের গাছ বিক্রির লভ্যাংশের টাকা নিম্ন হারে বন্টন হবে।

         উপকার ভোগী গণ = ৫৫%

         ভূমির মালিক = ২০%

         ইউনিয়ন পরিষদ/পৌরসভা = ৫%

         বনবিভাগ = ১০%

         বৃক্ষ রোপন তহবিল (টি.এফ.এফ) = ১০%

৮। প্রশিক্ষন :

ক) জনসাধারন ও উপকার ভোগী গণকে বীজতলা উত্তোলন বাগান উত্তোলন ও রক্ষনা

বেক্ষন ও পরিবেশ সম্পর্কে প্রশিক্ষন প্রদান করা হয়।   

    খ) উপকারভোগীরা সংশ্লিষ্ট বাগানের রক্ষনা বেক্ষন,নিরাপত্তা ও ব্যবস্থাপনায় বনাবিভাগকে

সবার্তক সহযোগিতা প্রদান করা তাদের দায়িত্ব।

৯। করাত কলের লাইন্সেস ও নবায়ন :

    উপজেলা পরিবেশ ও বন উন্নয়ন সমন্বয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক করাত কলের লাইন্সেস প্রদান ও নবায়নের ব্যবস্থা গ্রহন করা হয়।